৭৮০

ঈসার ঈশ্বরত্বে বিশ্বাস এক অলীক ধারণা। এই বিশ্বাসের বিরুদ্ধে অত্র আয়াতে কয়েকটি যুক্তি দেওয়া হইয়াছেঃ (ক) ঈসা (আঃ) আল্লাহ্‌র অন্যান্য রসূল হইতে কোনরূপ শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন না, (খ) তিনি মাতৃগর্ভে জন্ম নিয়াছিলেন, (গ) অন্যান্য সব মানুষের মত তিনিও প্রাকৃতিক ক্ষুধা-তৃষ্ণার নিয়মাধীন ছিলেন। প্রকৃতির যতসব নিয়ম-কানুন মানুষের জন্য প্রযোজ্য উহার সবকিছুই ঈসা (আঃ)-এর উপরও সমভাবে প্রযোজ্য ছিল। ঈসা (আঃ) ইহার একটিরও উর্ধ্বে ছিলেন না।