৭৭৯

মানুষের মুক্তি বা পাপ-মুক্তির জন্য কোন প্রতিনিধির কুরবানী করা প্রয়োজন হয় না। আল্লাহ্‌তা’লাই স্বয়ং সকল পাপ ক্ষমা করিতে পারেন। যে ব্যক্তি সত্যিকারভাবে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা প্রার্থনা করে, সে-ই ক্ষমা আকর্ষণ করে ও ক্ষমা প্রাপ্ত হয়।