এই আয়াতে খৃষ্টানদের ‘ত্রিত্ববাদ’-এর কথা বলা হইয়াছে, যাহা এক অবোধগম্য বিশ্বাস। খোদা তিনে এক, একে তিন, তিনে মিলিয়া এক-পিতা, পুত্র ও পবিত্রাত্মা— প্রত্যেকেই সমান ও স্বতন্ত্র খোদা এবং সকলে মিলিয়া একই খোদা— এই ধর্মমত জটিল ও অযৌক্তিক। এই ধর্মমত, ‘নীসিন কাউন্সিল’ (Nicene Council) বিশেষতঃ এথেনেসিয়ান ধর্মমত (Athenasian Creed) দ্বারা প্রথমে রূপ লাভ করে। এই ত্রিত্ববাদই এখন খৃষ্টানদের মূল ধর্ম-বিশ্বাস।