৭৭১

(১) তাহারা আল্লাহ্‌তালার আশীর্বাদ প্রাপ্ত হইত। ওহী-এলহাম ও আল্লাহ্‌র নৈকট্য প্রাপ্তি তাহাদের ভাগ্যে জুটত এবং দুনিয়াবী উন্নতিতেও তাহারা আগাইয়া যাইত, (২) তাহারা উপর হইতে সময়মত বৃষ্টি লাভ করিত এবং নীচে পৃথিবীও তাহাদের জন্য পর্যাপ্ত ফসল উৎপন্ন করিত, (৩) আল্লাহ্ তাহাদের আধ্যাত্মিক ও জাগতিক উভয় কল্যাণই নিশ্চিত করিতেন।