ইহার অর্থ এইরূপও হয়ঃ (১) তাহারা মিথ্যা কথা বানাইবার উদ্দেশ্যে, শুনিতে আসে, (২) নবী করীম (সাঃ) সম্বন্ধে অন্যেরা যত মিথ্যা কথাই বলে, তাহারা ঐগুলিকে সত্য বলিয়া মনে করে।
ইহার অর্থ এইরূপও হয়ঃ (১) তাহারা মিথ্যা কথা বানাইবার উদ্দেশ্যে, শুনিতে আসে, (২) নবী করীম (সাঃ) সম্বন্ধে অন্যেরা যত মিথ্যা কথাই বলে, তাহারা ঐগুলিকে সত্য বলিয়া মনে করে।