ইস্রাঈলীদের ভীরুতা এবং তাহাদের নবীর প্রতি তাহাদের অশ্রদ্ধাপূর্ণ আচরণের জন্য, আল্লাহ্তা’লা তাহাদের প্রতিশ্রুত ভূমিতে প্রবেশকে চল্লিশ বৎসর পিছাইয়া দিলেন। তাহাদিগকে চল্লিশ বৎসর ধরিয়া মরুভূমিতে যাযাবরের জীবন যাপন করিতে হইয়াছে। অবশ্য এই যাযাবর জীবন-যাপনের মাধ্যমে আল্লাহ্তা’লা তাহাদের মধ্যে নতুন জীবনের প্রেরণাও সৃষ্টি করিয়াছিলেন। কর্মবিমুখতা, আলস্যপরায়ণতা ও ভীরুতার মনোবৃত্তি দূর করিয়া তাহাদের কর্মস্পৃহা, প্রতিরোধ শক্তি ও অন্যান্য নৈতিক গুণাবলীর বিকাশ ঘটাইয়াছিলেন, যাহার ফলে অব্যবহিত পরবর্তী বংশ শৌর্য, বীর্য ও সাহসিকতার শক্তিতে বলীয়ান হইয়া প্রতিশ্রুত ভূমি জয় করিতে সক্ষম হয়।