৭২৬

এই কথাগুলি আহলে-কিতাবদের উদ্দেশ্যে নয়, বরং মুসলমানদের উদ্দেশ্যে বলা হইয়াছে। মুসলমানের সহিত কোন বিশেষ চুক্তি আল্লাহ্‌তালার তরফ হইতে করা হইয়াছে বলিয়া জানা নাই। অতএব, ‘চুক্তি’ বলিতে ইসলামে দীক্ষা গ্রহণের সময় প্রত্যেক নব-মুসলমান যে শপথ-বাক্য পাঠ করেন, তাহা বুঝাইতে পারে। অথবা কুরআনের মাধ্যমে অবতীর্ণ ইসলামী শরীয়াতকে বুঝাইতে পারে যাহা প্রত্যেক মুসলমানই গ্রহণ করিয়াছে।