৭২০-খ

ব্যক্তিগত, জাতিগত ও আন্তর্জাতিক আচরণের কী সুন্দর, কী মহান নীতি ! আহা, যদি এই নীতি মানব-জীবনে বাস্তবায়িত হইত, তাহা হইলে, ঘৃণা, হিংসা, শত্রুতা শূন্যে মিলাইয়া যাইত।