৬৮৯

কুরআন মোনাফেকদিগকে অতি ঘৃণার সহিত নিন্দা করিয়াছে। ফলে কাহারও এই যুক্তি দেখাইবার উপায় নাই যে, কুরআন তলোয়ারের জোরে ধর্ম-প্রচার করিতে মুসলমানকে উৎসাহিত করে। কেননা, তলোয়ারের জোরে কোন ব্যক্তিকে মুসলমান করিলে, সে মুসলমান না হইয়া বরং মোনাফেকই হইবে।