অত্র আয়াতের নির্দেশটি ত্রিবিধ নীতির উপর প্রতিষ্ঠিতঃ (১) ধর্মীয় বিষয়াদির গুরুত্ব ও গাম্ভীর্যের উপর জোর দেওয়া যাহাতে ব্যাপারটিকে কোনক্রমেই লঘু করিয়া দেখা না হয়, (২) কাফেরদের ক্ষতিকর ও হীন সংসর্গের প্রভাব হইতে মো’মেনগণকে রক্ষা করা, (৩) মুসলমানদের হৃদয়ে ধর্মীয় ব্যাপারে পবিত্র চেতনা ও মর্যাদাবোধ জাগাইয়া তোলা।