৬৮০

মানসিকভাবে ইহা সম্ভবপর নহে যে, একজন মানুষ তাহার স্ত্রীগণের মধ্যে সর্বতোভাবে সমতা ও ভারসাম্য রক্ষা করিয়া চলে। ভালবাসা হৃদয়ের এমনই একটি বৃত্তি যাহার উপর মানুষের নিজেরই আধিপত্য খাটে না, এমতাবস্থায় একজনের সকল স্ত্রীর মধ্যে ইহার সমবন্টন সম্ভব নয়। তবে, ইহা নিশ্চয়ই সত্য যে, অন্যান্য সকল ব্যাপারেই যেমন খাওয়া, পরিধান করা ইত্যাদি ব্যাপারে তাহাদের সকলের সহিত সমতা ও ন্যায়-ভিত্তিক আচরণ করা স্বামীর পক্ষে সম্ভব, তাহা তাহাকে করিতেই হইবে। ইহাই এই আয়াত সম্পর্কে নবী করীম (সাঃ)-এর ব্যাখ্যা।