৬৭০

‘নাজওয়া’ অর্থ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে গোপন আলাপ, অন্যকে গোপন কথা জ্ঞাপন করা, গোপন সলা-পরামর্শ-সম্মেলন অনুষ্ঠান। তবে শব্দটি গোপনীয়তার গণ্ডীতে সীমাবদ্ধ নয়। ইহা সকল প্রকার সম্মেলনের জন্যই ব্যবহাত হইতে পারে, যেখানে গুরুত্বপূর্ণ ও জরুরী বিষয়াদি আলোচনার জন্য বিশেষভাবে আমন্ত্রিত ব্যক্তিগণ মিলিত হন (লিসান ও মুহীত)।