৬৫৭

‘আসা (হইতে পারে)’ শব্দটি আল্লাহ্‌র সিদ্ধান্তের প্রতি সন্দেহ সৃষ্টি করে না, বরং এই শব্দটি সংশ্লিষ্ট বিশ্বাসী ব্যক্তিগণকে আশা ও ভয়ের মধ্যে দোলায়মান রাখার জন্য ব্যবহৃত হইয়াছে যাহাতে তাহারা প্রার্থনা ও সৎকর্মে কোন শৈথিল্য না দেখায়। বাক্যটি উদ্দিষ্ট ব্যক্তিদের মনে মিথ্যা নিরাপত্তা ও আত্মপ্রসাদ সৃষ্টি না করিয়া আশার সঞ্চার করে।