মদীনার আশপাশের অধিবাসী মুনাফেকদের (পার্শ্ববর্তী এলাকার বেদুঈনদের) প্রতি কিরূপ ব্যবহার করা উচিত, এইবিষয়ে মো’মেনগণ মতভেদ করিতেছিল। একাংশ তাহাদের প্রতি সহানুভূতিশীল হইয়া, তাহাদের প্রতি নরম ব্যবহার করার সুপারিশ করিলেন। তাহারা ভাবিলেন, এইরূপ করিলে, ধীরে ধীরে তাহারা সংশোধিত হইয়া যাইবে। অন্যেরা তাহাদিগকে ইসলামের জন্য এক গুরুতর বিপদ মনে করিয়া, কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করিলেন। আল্লাহ্র শত্রু এই বেদুঈনদের কথা নিয়া মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হওয়া কোনও মতেই উচিত নয়, এই উপদেশই এখানে মুসলমানগণকে দেওয়া হইতেছে।