এখানে গোপন ষড়যন্ত্রের কথা বলা হইয়াছে, রাত্রিকালীনই হউক আর দিবালোকেই হউক। যেহেতু সাধারণতঃ রাত্রিকালেই গোপনে ষড়যন্ত্রমূলক সলা-পরামর্শ করা হইয়া থাকে, সেই কারণেই ‘বাইয়াতা’ শব্দটি এখানে ব্যবহৃত হইয়াছে, রাত্রিতে গোপনীয়তা ও আচ্ছন্ন অবস্থা বুঝাইবার জন্য।