আল্লাহ্তা’লা মানুষকে স্বাভাবিক শক্তি ও বৃত্তি দ্বারা ভূষিত করিয়াছেন। এইগুলির সঠিক ব্যবহারের ফলে মানুষ জীবনে কৃতকার্যতা লাভ করিতে পারে। আবার এইগুলির অপব্যবহার দ্বারা জীবনে বিপদাপদও ডাকিয়া আনিতে পারে। তাই এখানে মানুষের মঙ্গলকে আল্লাহ্র প্রতি আরোপ করা হইয়াছে, কারণ মানুষের জন্য আল্লাহ্ মঙ্গলই চাহেন, এবং মানুষের অকল্যাণকে মানুষের নিজের প্রতি আরোপ করা হইয়াছে। কারণ আল্লাহ্ মানুষের জন্য অমঙ্গল চাহেন না।