৬০০

এই বাক্যটির অর্থ এই রূপও হইতে পারে (ক) স্ত্রী-সহবাস হইতে বিরত থাকা, (খ) পৃথক বিছানায় শয়ন করা, (গ) কথা বার্তা না বলা। তবে এইরূপ ব্যবস্থা সাময়িক ধরণের মাত্র, অনির্দিষ্ট কালের জন্য নহে। কেননা স্ত্রীকে দোদুল্যমান অবস্থায় রাখা নিষেধ (৪ঃ১৩০)। কুরআন অনুযায়ী সব মিলাইয়া সর্বাধিক চারমাস পর্যন্ত উপরোক্ত (ক), (খ) ও (গ) এর ব্যবস্থাদি চলিতে পারে (২ঃ২২৭)। স্বামী যদি সত্যই বিষয়টিকে অত্যন্ত গুরুতর মনে করে, তাহা হইলে ৪ঃ১৬ অনুযায়ী তাহাকে ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।