৫৯১-ক

ইহাতে বুঝা যায়, কেবল মাত্র সতী-সাধ্বী ও গুণবতী দাসীরাই বিবাহের যোগ্যতা রাখে। একবার বিবাহ হইয়া গেলে, তাহাদিগকেও স্বাধীনা স্ত্রীলোকের মতই ‘মহরানাদি’ দিতে হইবে।