‘একই আত্মা’ বা ‘প্রাণ’ এর তাৎপর্য হইতে পারেঃ (১) আদম, (২) স্ত্রী-পুরুষের সম্মিলিত অবস্থা—কারণ যখন দুই বস্তু মিলিত ভাবে একই কার্য সাধন করে, তখন তাহাদেরকে একীভূত বা এক বলা যাইতে পারে, (৩) স্ত্রী ও পুরুষের পৃথক পৃথক সত্তা—কেননা মানব জাতির প্রত্যেকেই এই অর্থে এক আত্মা বা প্রাণ হইতে সৃষ্ট হইয়াছে যে, সে পুরুষের বীজ হইতে সৃষ্ট হইয়াছে, এখানে পুরুষ ‘এক আত্মা’ বা ‘প্রাণ’ এই কথাও সমভাবে সত্য যে, সে স্ত্রীলোকের গর্ভজাত, এখানে স্ত্রীও ‘এক আত্মা’ বা ‘প্রাণ’।