৫৫৫

এই আয়াতে কৃতকার্যতার পাঁচটি উপাদান উল্লেখিত হইয়াছেঃ (১) ধৈর্যসহকারে প্রচেষ্টা চালানো, (২) শত্রুর তুলনায় বেশী ধৈর্য ও প্রচেষ্টা অব্যাহত রাখা, (৩) নিজের ধর্মের ও সম্প্রদায়ের সেবায় নিরন্তর তৎপর থাকা, (৪) আত্মরক্ষার জন্য এবং প্রয়োজন-বোধে আক্রমণের জন্য, সীমান্তের প্রতি সর্বদা লক্ষ্য রাখা, (৫) যথাযোগ্য ধর্মপরায়ণতার সহিত জীবন যাপন করা। ‘রিবাত’ শব্দটি হৃদয়কেও বুঝায়। অতএব বিশ্বাসীদিগকে নির্দেশ দেওয়া হইতেছে যে, তাহারা যেন আভ্যন্তরীন শত্রু ও বহিঃশত্রু, উভয় শত্রু হইতে সর্বদা আত্মরক্ষা করিয়া চলে।