৫৪৬

আকাশমালা ও পৃথিবী সৃষ্টির মধ্যে এবং দিন-রাত্রির পালা বদলের অন্তরালে যে শিক্ষা মানুষের জন্য রহিয়াছে, তাহা এই যে, মানুষকে ইহলৌকিক ও পারলৌকিক উভয়বিধ উন্নতি অর্জনের জন্য সৃষ্টি করা হইয়াছে এবং সে যদি সৎভাবে ও ধর্মপথে নিজেকে পরিচালিত করে, তাহা হইলে তাহার জীবনে দুঃখ-কষ্ট ও অন্ধকার দূরীভূত হইয়া সুখ ও উজ্জ্বলতা আসবেই।