৫২৫

‘লাও না’লামু কিতালান’ (যদি আমরা যুদ্ধ করিতে জানিতাম) বাক্যাংশটির অর্থ হইতে পারে নিম্নরূপঃ (১) আমরা যদি বুঝিতাম যে, যুদ্ধ হইবে অর্থাৎ আমরা জানি যে যুদ্ধ হইবে না, কেননা বিরাট শত্রুবাহিনী দেখিয়া মুসলমানগণ যুদ্ধ না করিয়াই তাড়াতাড়ি পলায়ন করিবে, (২) আমরা যদি জানিতাম যে, ইহা একটি যুদ্ধ অর্থাৎ ইহা মুসলমানদের জন্য এক নিশ্চিত ধ্বংস, কেননা শত্রুর সৈন্য সংখ্যা ও যুদ্ধ-সম্ভার মুসলমানদের তুলনায় বহুগুণ বেশী, (৩) যুদ্ধ কিরূপে করিতে হয় তাহা যদি আমরা জানিতাম! এই ক্ষেত্রে ইহা ব্যঙ্গোক্তি স্বরূপ, যাহার তাৎপর্য “আমরা যুদ্ধ সম্বন্ধে তেমন জ্ঞান রাখি না এবং পারদর্শীও নই। যদি সেরূপ হইতাম, তাহা হইলে তো তোমাদের সাথে মিলিয়া যুদ্ধ করিতাম।” স্বতঃই ইহা উহুদের ঘটনার কথা, যখন ৩০০ মুনাফেক তাহাদের নেতা আব্দুল্লাহ্‌ বিন উবাই-এর নেতৃত্বে মুসলমানদিগকে যুদ্ধ ময়দানে ছাড়িয়া মদীনায় ফিরিয়া গিয়াছিল।