৫২৩

বিপদ-আপদ ও ত্যাগ-তিতিক্ষা সত্যিকার বিশ্বাসীকে দুর্বলচেতা বিশ্বাসী হইতে পার্থক্য করিয়া দেখায়। বিশ্বাসীদের আপদ-বিপদের সম্মুখীন হওয়ার উদ্দেশ্য ইহাই। এই দিক দিয়া দেখিলে, উহুদের যুদ্ধে মুসলমানদের দুর্দশা প্রকারান্তরে আশীর্বাদ স্বরূপ ছিল। ইহা সত্যিকার বিশ্বাসী ও মোনাফেকদেরে চিহ্নিত করিয়া দিল। এতদিন এই মোনাফেকগণ মুসলমানদের মধ্যে মিশিয়া রহিয়াছিল।