৫২১

এখানে বদরের যুদ্ধের কথা বলা হইয়াছে, যখন মক্কার শত্রু যোদ্ধাদের ৭০ জনকে নিহত ও ৭০ জনকে বন্দী করা হইয়াছিল। উহুদের যুদ্ধে ৭০ জন মুসলমান শহীদ হন, কিন্তু কেহই বন্দী হন নাই। অতএব, মুসলমানগণের হাতে মক্কাবাসীদের দ্বিগুণ ক্ষতি হইল।