৫০৬-ক

এখানে মুনাফেকদের কথা বলা হইয়াছে, যাহারা যুদ্ধে না আসিয়া, মদীনাতে রহিয়া গিয়াছিল। তাহারা ইসলামের গৌরব, মুসলমানের সার্বিক নিরাপত্তা ও মহানবী (সাঃ)-এর মর্যাদা রক্ষার চাইতে, নিজেদের বিপদমুক্ত অবস্থায় থাকার উপর অধিকতর গুরুত্ব আরোপ করিয়াছিল। তাহাদের এই কথা, “যদি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমাদের মতামত প্রবল হইত এবং গৃহীত হইত, তাহা হইলে আমাদের ভ্রাতৃবৃন্দ এমন ভাবে যুদ্ধে প্রাণ হারাইত না”। ইহা মোনাফেকদের এক ধরণের বিদ্রুপাত্মক উক্তি। তাহারা বুঝাইতে চায় যে, এত বাধা-বিপত্তি ও সংখ্যা-স্বল্পতার ঝুঁকি মাথায় নিয়া মুসলমানদের যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়া ছিল নিছক বোকামী। তাহারা (মোনাফেকেরা) যুদ্ধে না গিয়া বুদ্ধিমানের কাজ করিয়াছে। কুরআনের বাক্‌ধারা মতে, নিজের নিহত হওয়া বলিলে, নিজের সাথী বা ভ্রাতৃবৃন্দের নিহত হওয়া বুঝাইয়া থাকে (২ঃ৫৫, ৮৬)।