৫০০

এই আয়াতে ঐ তীরন্দাজ দলটির কথা বলা হইয়াছে যাহাদিগকে উহুদের যুদ্ধে মুসলিম সেনাদলের পশ্চাৎ-রক্ষী হিসাবে পিছনে রাখা হইয়াছিল। তাহারা সরাসরি যুদ্ধে যোগদান করিয়া গনিমতের মাল (যুদ্ধে-লব্ধ ধন) পাওয়ার লোভ সংবরণ করিতে পারিল না। তাহারা স্বল্প সংখ্যক ছাড়া স্বস্থান ছাড়িয়া দিল। তাহাদের স্ব-ইচ্ছা দমনে অসামর্থ্য ও নির্ধারিত স্থান ত্যাগকে কাপুরুষতা বলিয়া অভিহিত করা হইয়াছে। সত্যিকার সাহস ও মনোবল হৃদয়ের কন্দরে অবস্থিত। তাই, যাহারা যথাযথ ভাবে ইচ্ছা ও লোভ সংবরণ করিতে পারে না, তাহারা কাপুরুষ।