উহুদের যুদ্ধে মুসলমানগণ যে দুর্দশা বরণ করেন, তাহা তাহাদের গাফিলতির প্রায়শ্চিত্ত স্বরূপ ছিল। এতদ্ব্যতীত, কিছু সংখ্যক অবিশ্বাসীর মনে, এই যুদ্ধ এই ধারণার সৃষ্টি করিয়াছিল যে, ইসলাম আল্লাহ্রই মনোনীত ধর্ম। যে সব মক্কাবাসীরা এই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়াছিল, তাহারা সকলেই যুদ্ধের অল্পদিন পরে ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছিলেন। ইসলাম তাহাদের হৃদয়কে এতই আকৃষ্ট করিয়াছিল যে, তাহাদের হৃদয়ের পূর্বতন বিশ্বাস নিমূর্ল হইয়া গেল।