৪৬০

ইসলাম কোন জাতীয় বা গোত্রীয় ধর্ম নহে। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে, সে যে দেশেরই বাসিন্দা হোক, যে জাতির বা যে সম্প্রদায়ের কিংবা যে কোন বর্ণেরই হোক না কেন, যদি সে সৎকর্মশীল হয়, তাহা হইলে সে অন্য কোন মুসলমানের মত সমান সমান পুরস্কারে ভূষিত। কোন জাতির সদস্যের প্রতি পক্ষপাতিত্ব ইসলামে নাই। একজন ইহুদী, তথা পৃথিবীর অন্য যে কোন ব্যক্তি, ইসলাম গ্রহণের পর একজন আরবী মুসলমানের সহিত সর্ববিষয়ে সমতার অধিকারী।

Visitor Edits

December 29, 2025 5:16 pmApproved
ইসলাম কোন জাতীয় বা গোত্রীয় ধর্ম নহে। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে, সে যে দেশেরই বাসিন্দা হোক, যে জাতির বা যে সম্প্রদায়ের কিংবা যে কোন বর্ণেরই হোক না কেন, যদি সে সৎকর্মশীল হয়, তাহা হইলে সে অন্য কোন মুসলমানের মত সমান সমান পুরস্কারে ভূষিত। কোন জাতির সদস্যের প্রতি পক্ষপাতিত্ব ইসলামে নাই। একজন ইহুদী, তথা পৃথিবীর অন্য যে কোন ব্যক্তি, ইসলাম গ্রহণের পর একজন আরবী মুসলমানের সহিত সর্ববিষয়ে সমতার অধিকারী।