এই আয়াত ইহুদীদের ব্যাপারে অতি গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী যে ভবিষ্যদ্বাণী বহন করে তাহা এই যে ইহুদীরা লাঞ্ছনা ও অবমাননার জীবন যাপনের জন্য বাঁচিয়া থাকিবে। তাহারা সর্বদা অন্যের গলগ্রহ ও অধীনস্থ থাকবে। আঁ-হযরত (সাঃ)-এর যামানা হইতে আজ পর্যন্ত সুদীর্ঘ তেরশত বৎসরের ইতিহাস এই ভীতিপূর্ণ ভবিষ্যদ্বাণীর সত্যতার উজ্জ্বল সাক্ষ্য বহন করে। যুগে যুগে, দেশে দেশে, এমন কি বর্তমান শতাব্দীর সভ্যতা ও সহিষ্ণুতার যুগেও ইহুদীদের ভাগ্যে লাঞ্ছনা ও অত্যাচার ব্যতীত আর কিছুই জোটে নাই। ইসরাঈল নামক রাষ্ট্রটিও ইহুদীদের সাময়িক আশ্রয় মাত্র।