‘বিল হক্’ শব্দদ্বয়ের অর্থ সত্য সহকারে বা সত্য-সম্বলিত। ইহার তাৎপর্য এই যে, (ক) আল্লাহ্তা’লার বাক্য ও নিদর্শনাবলী সত্যে পরিপূর্ণ, (খ) তাহা অধিকার-জনিত কারণে আসিয়াছে অর্থাৎ ঐ সব নিদর্শনাবলী পাওয়ার অধিকার তোমার ছিল, (গ) আল্লাহ্র বাক্যসমূহ ও নিদর্শনাবলী নাযেল হইবার ইহাই সর্বোত্তম সময়। ৩৬৪ টীকা দেখুন।