৪৫১

‘অগ্নিকুণ্ডের কিনারা’ শব্দগুলি আরবদের পরস্পরের ভ্রাতৃঘাতি যুদ্ধ-কলহের প্রতি ইঙ্গিত করিতেছে, যাহার মাঝে লিপ্ত থাকিয়া তাহারা নিজেদের মানব-শক্তির প্রবল অপচয় ও বিনাশ ঘটাইতেছিল।