‘হাব্ল্’ অর্থ দড়ি বা রশি যাহা দ্বারা কোনও বস্তু বাধা বা আটকানো হয়, একটি বাধন বা গিট, চুক্তি বা মৈত্রী, কোনও ধরণের বাধ্যতা যাহার কারণে এক ব্যক্তি বা বস্তুর নিরাপত্তার দায়িত্ব একজনের উপরে বর্তায়, মৈত্রী-চুক্তি ও সংরক্ষণ ব্যবস্থা (লেইন)। মহানবী (সাঃ) বলিয়াছেন, “আল্লাহ্র কিতাব একটি দড়ি বিশেষ যাহা আকাশ হইতে পৃথিবীতে প্রলম্বিত করিয়া দেওয়া হইয়াছে ” (জরীর, ৪র্থ ৩০ পৃঃ)।