‘শহীদ’ অর্থ যে ব্যক্তি সাক্ষ্য দেয়, সে কি দেখিয়াছে; যে ব্যক্তি অনেক জ্ঞানের অধিকারী, যে ব্যক্তি আল্লাহ্র পথে মৃত্যু বরণ করেন বা ধর্মের কারণে যাহাকে মারিয়া ফেলা হয়। যখন শব্দটি আল্লাহ্তা’লার উপর প্রয়োগ করা হয়, তখন সর্বজ্ঞানী অর্থে ব্যবহৃত হয় (লেইন)।