সত্যিকার বিশ্বাস, যাহা সকল মঙ্গলের আকর ও সকল পুণ্য কর্মের উৎস, তাহা অর্জন করিতে হইলে বিশ্বাসীকে সকল আরাম-আয়েশ ও প্রিয়তম বস্তুকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকিতে হইবে। সর্বোচ্চ স্তরের বিশ্বাস ও ধর্মপরায়ণতা লাভের জন্য আল্লাহ্র রাস্তায় ভালবাসার বস্তুকে বিলাইয়া দিতে হইবে। সত্যিকার কুরবানীর চেতনা হৃদয়ে না থাকিলে, নৈতিকতার উচ্চ শিখরে আরোহন করা যায় না।