৪২৭-গ

আহলে-কিতাবগণের ধর্মগ্রন্থগুলিতে আঁ-হযরত (সাঃ)-এর যে সকল চিহ্ন ও নিদর্শন বর্ণিত হইয়াছে, সেইগুলির আলোকে বিচার করিলে তাহারা নিশ্চয় বুঝিতে পারিত যে, হযরত মুহাম্মদ (সাঃ)-ই সেই প্রতিশ্রুত নবী। কিন্তু ঈর্ষা ও শত্রুতার মনোভাব, ঔদ্ধত্য ও পূর্ব ধারণা তাহাদের সত্য-গ্রহণের পথে বাধা হইয়া দাঁড়াইল। তাহারা সত্য-মিথ্যার সংমিশ্রণ করিয়া, অমিশ্র সত্যকে বর্জন করিল।