‘রাফউন্’ অর্থ কাহারও মর্যাদা ও পদবী উচ্চ করা, সম্মান বৃদ্ধি করা। যখন ‘রাফউন্’ (মর্যাদার উচ্চতা) আল্লাহ্র দিকে হয়, তখন ইহা আধ্যাত্মিক উন্নতি ব্যতীত অন্য কিছু হইতে পারে না। কেননা, আল্লাহ্ কোন সসীম স্থানে সীমাবদ্ধ নহেন, কোন বস্তু বিশেষও নহেন। অতএব, শারীরিকভাবে তাঁহার দিকে উচ্চারোহণ কোনও মতেই সম্ভব নহে। এই শব্দটি মর্যাদারদ্ধি অর্থে কুরআনের ২৪ঃ৩৭ ৩৫ঃ১১ আয়াতদ্বয়েও ব্যাবহৃত হইয়াছে। ঈসা (আঃ)-এর মর্যাদার উচ্চারোহন এই প্রেক্ষিতে বলা হইয়াছে যে, ইহুদীরা মিথ্যা দাবী করিতেছিল, তাহারা ঈসাকে ক্রুশে মারিয়া অভিশপ্ত বলিয়া প্রমাণ করিয়াছে। কুরআন বলে, আল্লাহ্র নবী ঈসা (আঃ) ক্ষণিকের জন্যও অভিশপ্ত হইতে পারেন না, বরং মর্যাদায় উচ্চ হইতে আরো উচ্চে উন্নীত হন।