৪২০-ক

‘তায়র’ অর্থ পাখী। রূপক বা আলঙ্কারিক ব্যবহার অনুযায়ী পাখীর অর্থ উচ্চ ও উড্ডীয়মান ঊর্ধ্বগামী আধ্যাত্মিক স্তরের মানব। যেমন সিংহ (আক্ষরিক অর্থে পশুরাজ সিংহ) বলিতে বীর পুরুষকে বুঝায়, আর ‘দাব্বাহ্’ (পোকা) বলিতে নিষ্কর্মা, হীন ও ঘোর সংসারাসক্ত ব্যক্তিকে বুঝাইয়া থাকে (৩৪ঃ১৫)।