৪১৭

ইবনে মরিয়ম, ঈসা (আঃ) এর একটি অতিরিক্ত নাম, আরবীতে যাহাকে বলা হয় কুনিয়াৎ। ঈসা (আঃ)-কে সম্ভবতঃ এই কারণে ‘ইবনে মরিয়ম’ বলা হইয়াছে, যেহেতু তিনি পিতৃ মাধ্যম ব্যতীতই মাতা মরিয়মের গর্ভজাত ছিলেন। তাই মাতৃ পরিচয়ে পরিচিত হওয়াই অধিকতর যুক্তি-সঙ্গত হইয়াছে।