৪০৬

হযরত ইয়াহ্‌ইয়া (যোহন) সেই নবীর নাম যিনি বাইবেলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ঈসা (আঃ)-এর অগ্রদূত হিসাবে আবির্ভূত হইয়াছিলেন (মালাকি – ৩ঃ১ এবং ৪ঃ৫)। এই নামের হিব্রু রূপ হইল ‘ইউহান্না’ যাহার অর্থ হইল, ‘আল্লাহ্ দয়া পরবশ হইয়াছেন’ (এনসাই, ব্রিট)। ইয়াহ্‌ইয়া নামটি আল্লাহ্‌-প্রদত্ত।