আল্লাহ্র নবীগণ, যে কোনও অবস্থায়ই নিপতিত হইয়া থাকুন না কেন, কোনও দিনই স্বীয় মিশনের পূর্ণতা সাধনে ব্যর্থ হন নাই। সীমাহীন অত্যাচার, এমনকি প্রাণ-সংহারের প্রচেষ্টাও নবীগণের বিশ্বাসের অগ্রগতি ও উন্নতিকে দমাইতে পারে নাই। ধর্মের ইতিহাস এই চির সত্যের উজ্জ্বল সাক্ষী হইয়া রহিয়াছে।