৩৮০

‘যুনূব’ শব্দটি ‘যান্‌ব’ এর বহুবচন। ‘যান্‌ব’ অর্থ দোষ-ত্রুটি, বিচ্যুতি, দুষ্কর্ম, দৃষনীয় কাজ, যাহা স্বেচ্ছায় করিলে অপরাধ হয়। ‘ইস্‌ম’ এর সাথে ইহার পার্থক্য এই যে, ‘যান্‌ব’ অনিচ্ছাকৃত ও ইচ্ছাকৃত হইতে পারে। কিন্তু ’ইস্‌ম’ কেবল ইচ্ছাকৃত দুষ্কৃতির জন্য ব্যবহৃত হয়। ‘যান্‌ব’ ঐসব ত্রুটি ও ভুলকে বুঝায়, যাহার ফলে ক্ষতি সাধিত হয় এবং সেই কারণে ব্যক্তিকে জবাবদিহি করিতে হয়। প্ৰকৃত পক্ষে, মানব-প্রকৃতির মধ্যে যে স্বাভাবিক ভুল-ত্রুটি বিদ্যমান থাকে, সেই দুর্বলতা গুলিকেই ‘যান্‌ব’ বলা হয় (লেইন; মুফ্‌রাদাত)।