৩৭৮

এই বাক্যাংশটি বলিয়া দিতেছে যে, মক্কার সৈন্য-সংখ্যা প্রকৃতপক্ষে যাহা ছিল, মুসলমানদের চোখে তাহা হইতে কম দেখাইতেছিল। যদিও আসলে তাহাদের সংখ্যা ছিল মুসলমানদের তিনগুণ, তথাপি মুসলমানগণ তাহাদিগকে নিজেদের দ্বিগুণ দেখিতেছিলেন। এইরূপ দেখা; আল্লাহ্‌তা’লার পরিকল্পনার অধীনেই ঘটিয়াছিল, যাহাতে অল্পসংখ্যক, স্বল্পাস্ত্রধারী, দুর্বল মুসলমানেরা শত্রুর পূর্ণশক্তি ও সংখ্যা দেখিয়া ভীত হইয়া না পড়ে (৮ঃ ৪৫)। প্রকৃত ঘটনা এই ছিল যে, মক্কা- বাহিনীর এক-তৃতীয়াংশ একটি টিলার আড়ালে অবস্থান নিয়াছিল। আর বাকী দুই তৃতীয়াংশকে দেখা যাইতেছিল, যাহাদের সংখ্যা মুসলমান যোদ্ধাদের প্রায় দ্বিগুণ ছিল।