৩৭১

‘মুতাশাবিহ্‌’ বলিতে বুঝায় (১) যে বাক্যাংশ, বাক্য বা আয়াত বিভিন্ন ভাবে অর্থ বা ব্যাখ্যা করা যায় অথচ ঐ বিভিন্নতার মাঝেও একটি ঐক্য বিরাজ করে, (২) যাহার বিভিন্ন অংশ পরস্পরের অনুরূপ, (৩) যে সঠিক তাৎপর্য অন্য একটি অর্থের সহিত মিলে বটে, কিন্তু শেষোক্ত অর্থটি উদ্দিষ্ট নহে, (৪) যাহার অর্থ কেবল মাত্র ‘মুহ্‌কামের’ সহিত মিলাইয়া করিলেই সঠিক হয়, (৫) এরূপ কথা, যাহার প্রকৃত অর্থ বহু সুবিবেচনা ছাড়া সঠিক হয় না, (৬) এইরূপ আয়াত যাহাতে পূর্ববর্তী গ্রন্থাবলীর আয়াতের শিক্ষার অনুরূপ শিক্ষা স্থান পাইয়াছে (মুফরাদাত)।