কোন বস্তু ঋণদাতার কাছে আমানত রাখিয়াও ঋণ গ্রহণ করা যায়। ইহাকে আমনতী ঋণ বলা যাইতে পারে। এই ঋণকে ‘আমানত’ নামে অভিহিত করার অর্থ ইহাই যে, ঋণ ঠিক তেমনি যত্ন ও সততার সহিত যেন ফেরৎ দেওয়া হয়, যেমন ভাবে আমানত-কৃত ধন ঋণ-দাতার কাছ হইতে সুরক্ষিত অবস্থায় চাওয়া মাত্র ফেরৎ পাওয়ার অধিকার থাকে।