এই আয়াতটি, আঁ-হযরত (সাঃ)-এর সাহাবীগণের সহজাত সৎকর্মশীলতার এক দলিল বা প্রশংসাপত্র। আল্লাহ্র পথে নিজের ধন ও অর্থ বিলাইতে তাহাদের কোন নির্দেশের প্রয়োজন হয় নাই। আল্লাহ্র নির্দেশ জারী হইবার পূর্ব হইতেই, তাহারা আল্লাহ্র সন্তুষ্টি লাভের লক্ষ্যে স্বেচ্ছা-প্রণোদিত হইয়া এই সৎকাজ করিয়া আসিতেছিলেন। আয়াতটিতে আল্লাহ্তা’লা ইহাই বলিয়াছেন।