শয়তান মানুষের মনে কুমন্ত্রণা যোগায় যে, এত দান-খয়রাত করিলেতো দুইদিনেই ধন-সম্পদ ফুরাইয়া যাইবে এবং দাতা দরিদ্র হইয়া পড়িবে। এই আয়াত শয়তানের এই কুপ্ররোচনাকে, দাতার মনে স্থান দিতে বারণ করে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করে যে, ধনী ব্যক্তিরা যদি পরোপকারের জন্য মুক্ত হস্তে ব্যয় না করে, তাহা হইলে, জাতি অল্পকালের মধ্যেই দরিদ্র হইয়া পড়িবে, আর্থিকভাবে দেশ অবনতির দিকে যাইবে এবং নৈতিক মূল্যবোধ হইতে দেশ বঞ্চিত হইয়া পড়িবে। যে সম্প্রদায়ের গরীব-দুঃখীদের অর্থনৈতিক প্রয়োজন মিটানো হয় না, সেই সম্প্রদায়ের চরিত্র-পতন ঘটে, কেননা জীবন-জীবিকার জন্য তাহারা গর্হিত ও ঘৃণিত পথে অগ্রসর হইতে থাকে। দেশ ও জাতির জন্য ইহা খুবই মারাত্মক অবস্থা।