হযরত ইব্রাহীম (আঃ) প্রতিমা ভঙ্গকারী ছিলেন। তাঁহার জাতি সূর্য ও তারকার পূজা করিত, তাহাদের প্রধান দেবতা ছিল মেরোডাক (মাদরুক), যাহাকে আদতে মনে করা হইত প্রভাতের ও বসন্তের সূর্য (এনসাই, বিব এবংএনসাই রিল এথ ২য়, ২৯৬)। তাহারা বিশ্বাস করিত যে, সকল প্রকারের জীবনই সূর্য-নির্ভর। ইব্রাহীম (আঃ) কট্টর অবিশ্বাসীকে বলিলেন, ‘বেশ কথা, আল্লাহ্ সূর্যকে পূর্বদিক হইতে লইয়া আসেন, এখন তুমি উহাকে পশ্চিম দিক হইতে লইয়া আস দেখি।’ ইহাতে সে হতভম্ব হইয়া গেল। সে একথা বলিতে পারে না যে সূর্যকে পশ্চিম দিকে উদিত করার ক্ষমতা তাহার নাই, কারণ এইরূপ উত্তর দিলে, জীবন-মৃত্যুর উপরে তাহার ক্ষমতা রহিয়াছে এই দাবী চূর্ণ-বিচূর্ণ হইয়া যায়। আবার এই উত্তরও দিতে পারেনা যে, সে সূর্যকে পশ্চিম দিক হইতে উদিত করিয়া পূর্বদিকে অস্তমিত করিতে সক্ষম। কেননা এইরূপ উত্তর দিলে, তাহার জাতির উপাস্য দেবতাকে অবমাননা করার জন্য সে জাতির কাছে দণ্ডনীয় হইবে। তাই সে বিস্ময়-বিমূঢ় অবস্থায় বোবার মত চুপ করিয়া থাকিল।