পূর্ববর্তী আয়াতগুলিতে উপদেশ দেওয়া হইয়াছে যে, ধর্মের প্রয়োজনে আত্মোৎসর্গ করা এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত। ইহাতে কেহ ভুল বুঝিতে পারে যে, ইসলাম প্রচারের জন্য আল্লাহ্তা’লা বুঝি মুসলমানগণকে শক্তি প্রয়োগের অনুমতি দিয়াছেন। এই আয়াত এইরূপ ভুল বুঝা-বুঝির মূলোৎপাটন করিয়া, অতি পরিষ্কার ও জোরালো ভাষায় ঘোষণা করিতেছে যে, মুসলমানেরা যেন অমুসলমানদিগকে ইসলাম গ্রহণের জন্য কোন যবরদস্তি বা বল প্রয়োগ না করে। সাথে সাথে, এই নিষেধাজ্ঞার পক্ষে যুক্তিও দেওয়া হইয়াছে যে, সত্য বিভ্রান্তি হইতে সুস্পষ্টরূপে পৃথকভাবে বিরাজমান। অতএব, বল-প্রয়োগের প্রয়োজনই বা কি? ইসলাম দেদীপ্যমান সত্য।