‘জালুত’ এখানে কোন ব্যক্তিকে বুঝায় নাই, বরং একটি জাতিকে বুঝাইয়াছে। সৈন্য বাহিনী শব্দ দ্বারা তাহাদের সহায়তাকারী ও সহযোগীদিগকে বুঝাইয়াছে। বাইবেল, মিদিয়ানী শিরোনামের নিম্নে জালুতের উল্লেখ করিয়াছে। এই মিদিয়ানীরা বনী ইসরাঈলকে কষ্ট দিয়াছে, লুণ্ঠন করিয়াছে এবং বহু বৎসর যাবত তাহাদের জায়গা-জমি ও বাড়ী-ঘর ধ্বংস করিয়াছে (বিচারক ৬ঃ১-৬)। আমালেকীরা এবং অন্যান্য প্রাচ্য গোত্রগুলি মিদিয়ানীদিগকে এই লুণ্ঠনকার্যে সাহায্য করিত (বিচারক ৬ঃ৩) এবং ইহাদিগকে এই আয়াতে সৈন্য বাহিনী বলিয়া উল্লেখ করা হইয়াছে।