৩১০

নিষিদ্ধ পানি হইতে, কেবল এক অঞ্জলি পানি পানের অনুমতি দানের দুইটি উদ্দেশ্য আছেঃ (১) অগ্রসরমান যোদ্ধাগণকে শুধু জিহ্বা ও গলা ভিজাইয়া সামান্য শারীরিক শান্তি দান করা এবং মুক্তভাবে বেশী পান করা হইতে বিরত রাখিয়া, তাহাদের তেজ-বিক্রমে ভাটা বা অবসাদ আসিতে না দেওয়া, যাহাতে শত্রুর মোকাবিলার সামর্থ্য বজায় থাকে, (২) লোভ-সংবরণের পরীক্ষাকে কঠোরতর করা। একজন তৃষ্ণার্ত লোকের পক্ষে পানি পান না করিয়া থাকা তুলনামূলক ভাবে বরং সহজ, কিন্তু প্রচুর পানি পাইয়াও, মাত্র এক গঞ্জুষ পানি পান করিয়া নিজেকে সংবরণ করা কঠিন (দেখুন বিচারক ৭ঃ৫-৬)। নহর শব্দের অন্য অর্থ “প্রাচুর্য”। শব্দটির এই অর্থ ধরিলে আয়াতটির অর্থ হইবে, তাহাদিগকে প্রাচুর্য দ্বারা পরীক্ষা করা হইবে। যাহারা তখন লোভ-সংবরণ করিতে পারিবে না, তাহারা আল্লাহ্‌র প্রদত্ত দায়িত্ব সম্পাদনের অযোগ্য হইয়া পড়িবে। আর যাহারা প্রাচুর্যের মাঝে থাকিয়াও, অল্পেই আত্মতুষ্টি সাধন করিবে এবং বাদ-বাকী সব আল্লাহ্‌র পথে পরহিতব্রতে ছাড়িয়া দিবে, তাহারাই জীবন-যুদ্ধে জয়ী হইবে।